খুবির কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বিভিন্ন ল্যাবরেটরি ও ওয়েবসাইট উদ্বোধন


Published Jul 16

6 জুলাই বিকাল 3.30 টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বিভিন্ন ল্যাবরেটরি ও উক্ত ডিসিপ্লিনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এই উদ্বোধন করেন। কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং সাইন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Copyright © 1991 Computer Science and Engineering Discipline.
Khulna University, Khulna 9208, Bangladesh
+880-41-720171-3 (Ext.-1069 office) (Ext.-1105 head) +880-41-2831551 (direct)
Email: support@cseku.ac.bd